ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

দৌলতদিয়ায় বাড়ছে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৮, ২২ জুলাই ২০২১

দৌলতদিয়া ফেরিঘাটের একটি চিত্র

দৌলতদিয়া ফেরিঘাটের একটি চিত্র

Ekushey Television Ltd.

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে বেড়েছে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়। আজ বৃহস্পতিবার সকাল থেকেই দৌলতদিয়া ঘাটে এ ভিড় লক্ষ্য করা যায়। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

কর্মস্থলে ফেরা অনেকের সাথে কথা বলে জানা যায়, ঈদের ছুটি আরও কয়েকদিন থাকলেও শুক্রবার (২৩ জুলাই) থেকে লকডাউন শুরু হবার কারণে তারা আগেভাগেই কর্মস্থলে ফিরছেন।

এদিকে, যানবাহন ও যাত্রী পারাপারের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে বলেই নিশ্চিত করেছে বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি