ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

নাটোরে বীর মুক্তিযোদ্ধা শেখর দত্ত আর নেই

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩১, ১ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

নাটোরের বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাত্তোর রাজশাহী জেলার ছাত্রলীগের নাটোর মুহাকুমা অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাধীনতা পরবর্তী নাটোর এন এস কলেজ ছাত্র সংসদের প্রমোদ সম্পাদক শেখর কুমার দত্ত পরলোকগমন করেছেন। 

রোববার দুপুর ১টার দিকে নাটোর সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি বেশ কিছুদিন ধরে দুরারোগ্য ও জটিল রোগে ভুগছিলেন। প্রয়াত শেখর কুমার দত্ত জীবিকার প্রয়োজনে ঢাকায় অবস্থান করছিলেন। সেখানে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। গত দুই সপ্তাহ আগে তিনি তার নাটোর শহরের আলাইপুরে নিজ বাড়িতে এসে চিকিৎসারত ছিলেন। 

রোববার বেলা ১১টার দিকে তার অবস্থার অবনতি হলে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুর ১টার দিকে তিনি মারা যান। বিকেলে নীচাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রিয় মর্যাদা শেষে কাশীমপুর মহশ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী  ও ১ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে যান। 

এদিকে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্রলীগ নেতা শেখর কুমার দত্তের মৃত্যুতে শোক জ্ঞাপনসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, পৌর মেয়র উমা চৌধুরী জলি, সাবেক এমপি ও জাতীয় পার্টির নেতা মুজিবুর রহমান সেন্টু, সাবেক পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট কামরুল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ নেতা চিত্ত রঞ্জন সাহাসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি