ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শার্শার গোড়পাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৯, ২০ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

যশোরের শার্শার গোড়পাড়ায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জহিরুল গোড়পাড়া বনমান্দার মোড় চায়ের দোকানদার জুলু মিয়ার ছেলে।
 
গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জহির উদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গোড়পাড়া সার্বজনীন পূজা মন্দিরের সামনে অভিযান চালিয়ে জহিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন থেকে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। এর আগেও সে পুলিশের হাতে মাদকসহ গ্রেফতার হয়।

মাদক আইনে মামলা দিয়ে ইয়াবাসহ আসামীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। শার্শা থানার ডিউটি অফিসার এএসআই শরিফ মাদকসহ আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি