ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

রাণীনগরে হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী আটক

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৫, ২৯ নভেম্বর ২০২১

Ekushey Television Ltd.

নওগাঁর রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৫০ গ্রাম হেরোইনসহ শাহানারা বিবি (৪৮) নামে এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে।

আটক শাহানারা বিবি ওই গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী। সোমবার দুপুরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। 

রাণীনগর থানার ওসি মো. শাহিন আকন্দ বলেন, শাহানারা বিবি হেরোইনের বড় একটি চালান নিয়ে এসে বিক্রির জন্য বাড়িতে রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে শয়ন ঘর পলেথিনে মোড়ানো ৫০ গ্রাম ওজনের একটি হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়। এদিকে পুলিশ অভিযানের বিষয় টের পেয়ে আগেই শাহানারা পালিয়ে যায়। পরের দিন সোমবার সকালে আবারও অভিযান চালিয়ে তার বাড়ির পাশ থেকে তাকে আটক করা হয়। 

এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগে শাহানারার বিরুদ্ধে রাণীনগর থানায় শুধু মাদকেরই তিনটি মামলা রয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি