ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০২৪

শেরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪১, ২৪ ডিসেম্বর ২০২১

শেরপুর সদর উপজেলার ৭নং ভাতশালা ইউনিয়নের সাপমারিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে সাপমারি হাইস্কুল মাঠ প্রাঙ্গণে আভাস মানবকল্যাণ সংস্থার উদ্যোগে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসহায় নারী পুরুষদের মাঝে ১৬০টি কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আভাস মানবকল্যাণ সংস্থার সভাপতি ও শেরপুর সদর হাসপাতালের আরএমও ডা. মোবারক হোসেন, সহ-সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সেলিম খান।

এছাড়াও সংস্থাটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আ. রাহাদ, মতিউর রহমান, জসিম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। 
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি