ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

ভোলায় নির্বাচনী সহিংসতায় আহত ৫০, রগ কর্তন

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৪, ২৪ ডিসেম্বর ২০২১

হাসপাতালে চিকিৎসাধীন আহত একজন

হাসপাতালে চিকিৎসাধীন আহত একজন

পঞ্চম ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে যেন সহিংসতা থামছেই না। একের পর এক ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেই চলেছে। শুক্রবারও ঘটেছে ব্যাপক সংঘর্ষ। যাতে উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে। এরমধ্যে এক জনের পায়ের রগ কেটে দেয়া হয়েছে।

এদিন সকালে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে নৌকা সমর্থিত প্রার্থীদের উপর আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের সর্মথকরা হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে জুমার নামাজের সময় গিয়াস চেয়ারম্যানের জামাইসহ সন্ত্রাসী বাহিনী পশ্চিম ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম।  

এক পর্যায়ে উভয় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টাপাল্টি হামলা চালায়। এসময় উভয় প্রতিপক্ষের কমপক্ষে ৫০ জন আহত হন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পশ্চিম ইলিশা ইউনিয়নে পুলিশ মোতায়েন রয়েছে।

অন্যদিকে রাজাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক মিঠু চৌধুরীকে সমর্থন করায় আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রহমানের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক গিয়াস উদ্দিন নামে একজনের পায়ের রগ কেটে দেয়া হয়। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও ১০ জন আহত হন। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই দুই ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম আজাদ বলেন, উভয় ঘটনাস্থলেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনও অবস্থাতেই নির্বাচনী সহিংসতা সৃষ্টি বরদাস্ত করা হবে না। 

উল্লেখ্য,আগামী ৫ জানুয়ারী এ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি