ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

থার্টিফার্স্টেও পর্যটকশূন্য কক্সবাজার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ৩১ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ইংরেজি বর্ষ বরণে প্রতি বছর থার্টিফার্স্ট নাইটকে সামনে রেখে কক্সবাজারে বহু পর্যটকের সমাগম হতো। কিন্তু এবার আশানুরূপ পর্যটক নেই।

যে কারণে উৎসবের দিনেও কক্সবাজারের সাড়ে চার শতাধিক হোটেল-মোটেল গেস্ট হাউসে অর্ধেকের বেশি কক্ষ ফাঁকা।

সম্প্রতি এক নারীকে ধর্ষণের ঘটনায় এ রকম বিরূপ প্রভাব পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হোটেল মোটেল ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছর থার্টিফার্স্ট নাইট ও নববর্ষ উদযাপনে কম হলেও  লক্ষাধিক পর্যটক কক্সবাজার ভ্রমণে আসেন। কিন্তু এ বছর ভিন্ন চিত্র। যে কারণে হতাশ হোটেল-মোটেল মালিকরা।

তারাও বলছেন, সম্প্রতি ধর্ষণের ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়েছে। যার জন্য কক্সবাজারের পর্যটন শিল্পে নেতিবাচক প্রভাব পড়েছে। 

সম্প্রতি খাবারের দাম বেশি নেওয়ার বিষয়টিও নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন তারা। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি