ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

কুসিক নির্বাচনে ৬ মেয়রসহ ১৫৪ প্রার্থীকে বৈধ ঘোষণা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৩, ১৯ মে ২০২২ | আপডেট: ১৯:১৬, ১৯ মে ২০২২

আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৬ মেয়র প্রার্থীসহ মোট ১৫৪ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

বৃহস্পতিবার বিকেল ৪টায় সকল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন এ ঘোষণা দেয়।

এর আগে সকাল ৯টা থেকে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়।

শুরুতে মেয়র প্রার্থীদের মনোনয়ন বাছাই কার্যক্রম আরম্ভ হয়। বাছাই কার্যক্রমে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীসহ নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাছাইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, সাবেক মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কু, স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারসহ ৬ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

বিকেল ৪টায় চূড়ান্ত বাছাই শেষে ২৭টি সাধারণ ওয়ার্ডে ১২০ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এছাড়া ৯টি সংরক্ষিত আসনের ৩৮ জন নারী প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

উল্লেখিত সাধারণ ওয়ার্ডের বাতিল প্রার্থীরা হলেন- ২নং ওয়ার্ডের মো. বিল্লাল, ৪নং ওয়ার্ডের কবির আহম্মেদ, ৮নং ওয়ার্ডের একরাম হোসেন, ১৪নং ওয়ার্ডের আবুল কালাম আজাদ, ১৭নং ওয়ার্ডের সৈয়দ রুম্মন আহম্মেদ, ১৯নং ওয়ার্ডের জুয়েল, ২১নং ওয়ার্ডের মিন্টু ও জামাল হোসেন কাজল এবং ২৩নং ওয়ার্ডের আবুল কালাম আজাদ।

এছাড়া সংরক্ষিত নারী আসনের বাতিল প্রার্থী ৭নং ওয়ার্ডের ফারজানা আক্তার।

এর আগে ১৭ মে পর্যন্ত কুসিক নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর ১২০ জন ও নারী কাউন্সিলর পদে ৩৮ জন মনোনয়ন দাখিল করেন।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি