ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ জন নিহত, আহত ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রকাশিত : ১৫:০৭, ১৭ জুন ২০২২

সিরাজগঞ্জে পৃথক বজ্রপাতের ঘটনায় ২জন নিহত ও  ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ শহর থেকে নৌকাযোগে কাওয়াকোলা যাওয়ার সময় শহরের ধানবান্ধি এলাকার দরবেশ মুন্সির ছেলে আব্দুর রাজ্জাক মুন্সি (৪৫) এবং সয়দাবাদ ইউনিয়নের চলমান রেল সেতু প্রকল্পে কাজ করার সময় মোঃ নাসির (১৭) নামের এক রেলশ্রমিক বজ্রপাতে নিহত হয়েছেন। 

পৃথক দুই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, ‘‘সদর থানাধীন দুটি স্থানে দুই জন শ্রমিক বজ্রপাতে নিহত হয়েছে। আহত হয়েছে আরো চার জন।  আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’ 

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি