ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

পদ্মাসেতু চালুর মধ্য দিয়ে পূরণ হবে বঙ্গবন্ধুর স্বপ্ন: শেখ হেলাল

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৬, ১৮ জুন ২০২২

বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন যমুনা সেতু হবে, পদ্মা সেতু হবে। পদ্মা সেতুর চালু মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণ হবে। সেই সাথে কোটি বাঙালির মনের আশা পূরণ হবে বলে দাবি করেন তিনি।

শুক্রবার (১৭ জুন) বিকালে পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে বাগেরহাট সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।  

শেখ হেলাল বলেন, দেশের তিনটি বিশ্ব ঐতিহ্যর দুটি ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবন বাগেরহাটে অবস্থিত। পদ্মাসেতুর চালুর মধ্য দিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দর কেন্দ্রিক বিনিয়োগ বাড়বে। এছাড়া ‘সাদা সোনা’খ্যাত চিংড়ি ও সবজিসহ কৃষি পণ্যও অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে।

২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। এ উপলক্ষে জনসভার আয়োজন করা হয়েছে। সুশৃংখল ও সতস্ফূর্তভাবে জনসভায় অংশগ্রহণ করবেন। দেশ ও জাতির স্বার্থে আওয়ামী লীগের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বর্ষিয়ান এই নেতা।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ-ই আলম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা সভাপতি আক্তারুজ্জামান বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি