ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধু সেতুতে এ যাবৎকালের রেকর্ড টোল আদায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৬, ৮ জুলাই ২০২২

এবারের ঈদুল আজহা উপলক্ষ্যে যানবাহনের চাপ বাড়ার কারণে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে বঙ্গবন্ধু সেতুতে।

সেতুটির নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সময়ে বঙ্গবন্ধু সেতুতে এ যাবৎকালের রেকর্ড ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে।

এর আগে গত ঈদুল ফিতরে এক দিনে সর্বোচ্চ ৩ কোটি ১৮ লাখ ৮০ হাজার টাকা টোল আদায়ের রেকর্ড হয়েছিল বলেও জানান তিনি।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী সাংবাদিকদের জানান, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সময়ে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পরিবহনের সংখ্যা ছিল ২৫ হাজার ১১৩। যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা। আর ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পরিবহনের সংখ্যা ছিল ১৮ হাজার ৪৮২। যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ১৭ হাজার ৮০০ টাকা।

প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী জানান, টোল আদায়ের জন্য সেতুর দুই প্রান্তে ৯টি করে মোট ১৮টি টোল বক্স স্থাপন করা হয়েছে। এছাড়াও মোটরসাইকেলের জন্য আলাদা দুটি টোল বক্স চালু রয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি