ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

বাগেরহাটে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে ঈদ উপহার বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩২, ১০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সাথে ঈদুল-আযহা উদযাপন করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। রোববার (১০ জুলাই) সকালে ঈদের নামাজ শেষে নেতাকর্মীদের নিয়ে বাগেরহাট সদর উপজেলার চুরমনি আশ্রয়ন প্রকল্পে পৌছান তিনি। সেখানে আশ্রয়ন প্রকল্পের হতদরিদ্র বাসিন্দাদের সঙ্গে নিয়ে গরু জবাই করেন। প্রতি পরিবারকে ১ কেজি গরুর গোশত ও ১ কেজি পোলাও চাল বিতরণ করেন। 

এসময়, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

পূর্ব নোটিশ ছাড়া ঈদের দিনে সংসদ সদস্যকে কাছে পেয়ে খুশি আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দারা। তারা বলেন, ঘর-বাড়ি ছাড়া খুবই অসহায় অবস্থায় থাকতাম। প্রধানমন্ত্রী জমিসহ পাকা ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। ঈদের দিনে না চাইতেই গোশত ও পোলাও চাল পেলাম। আমরা খুব খুশি হয়েছি। যারা আমাদের জন্য ব্যবস্থা করেছেন তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেন তাদের ভালো করেন।

এদিন বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে মুজিববর্ষ উপলক্ষে ঘর পাওয়া ২৫৩ জন দরিদ্র মানুষকে ১ কেজি গরুর গোশত ও ১ কেজি পোলাও চাল প্রদান করা হয়।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম বলেন, সংসদ সদস্য শেখ তন্ময়ের উপস্থিতিতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে গোশত ও পোলাও চাল বিতরণ করা হয়েছে। ঈদের দিনে এই উপহার পেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা অনেক খুশি। তাদের সাথে ঈদের দিন সময় কাটাতে পেরে আমরাও আনন্দিত।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি