ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিকারী আকাশ গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ১৭ জুলাই ২০২২ | আপডেট: ১৭:০৫, ১৭ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ফেসবুকে মহানবী হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে অবমাননামূলক মন্তব্য করার অভিযোগে কলেজ ছাত্র আকাশ সাহাকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। আকাশ সাহা জেলার নড়াইল লোহাগড়া উপজেলার দীঘলিয়ার সাহাপাড়ার অশোক সাহার ছেলে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, শনিবার রাতে খুলনা থেকে আকাশ সাহাকে গ্রেফতার করা হয়। 

উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার কলেজ ছাত্র আকাশ সাহার ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করে। গত ১৫ জুলাই জুম্মার নামাজের পর বিভিন্ন পেশার মানুষের নজরে আসে। 

এরপর বিক্ষুদ্ধ লোকজন আকাশ সাহার গ্রেফতার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন। ওইদিন বিকেল থেকে উত্তেজনা বেড়ে অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়।- বাসস

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি