ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

বৃষ্টির পানি নিয়ে দু’পরিবারের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৮, ১৩ সেপ্টেম্বর ২০২২

নাটোরের লালপুরে দুই বাড়ির বৃষ্টির পানি গড়ানো নিয়ে স্থানীয় রজব আলী সরদার ও সুমন মিয়ার দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাগশোষা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

পুলিশ ও এলাকবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নাগশোষা গ্রামে প্রতিবেশী রজব সরদার ও সুমন আলীর বাড়ির বৃষ্টির পানি গড়ানো নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় সুমন আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়লে প্রতিপক্ষ রজব আলী সরদার গুলিবিদ্ধ হন। গুলি তার নাভির নিচে গিয়ে বিদ্ধ হয়। এসময় রজবসহ তার পরিবারের অন্তত ৫ জন আহত হন। গুলিবিদ্ধ রজবকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

আহত অন্যরা হলেন- আজমত, জামারুল, তাজু ও তাজুর স্ত্রী রেখা বেগম। তাদেরকে প্রথমিক চিকিৎসা দেয়া হয়।

এদিকে খবর পেয়ে লালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এসময় পুলিশ পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনায় একজন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একরাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। ঘটনাটি গভীরভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

যদিও কোনও পক্ষই এখনও থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।

এনএস//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি