ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪

৫ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী কনা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৩, ১১ ফেব্রুয়ারি ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী কনা (৯)। সে গত ৬ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। কোথাও কোন খোঁজও পাওয়া যাচ্ছেনা।

কনা উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বড় লক্ষ্মীপুর গ্রামের কামাল আকন্দের মেয়ে ও বড় লক্ষ্মীপুর হাফিজিয়া মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্রী।

নিখোঁজ ছাত্রীর বাবা কামাল আকন্দ জানান, কনা গত ৬ ফেব্রুয়ারি বিকেলে বাড়ি থেকে পার্শ্ববর্তী শাহজাহানপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকেই নিখোঁজ রয়েছে সে। তাদের সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করলেও কোন সন্ধান পাওয়া যায়নি। বাড়ি থেকে বের হবার সময় কনার পরনে সাদা চেকের ফ্রগ ও সবুজ রং এর সালোয়ার ছিল। 

এ ব্যাপারে গত ৮ ফেব্রুয়ারি উল্লাপাড়া থানায় একটি জিডি করেন কামাল। বর্তমানে মেয়ের জন্য চরম হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, পুলিশ ইতোমধ্যেই কনাকে খুঁজে বের করতে মাঠে নেমেছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি