ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪

কালকিনিতে মহিলা আ.লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১১, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কালকিনি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় হতে একটি আনন্দ র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে কালকিনি উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালকিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চায়না খানমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কহিনূর সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি তাহমিনা বেগম।

এসময় প্রধান অতিথির বক্তৃতায় নারী নেতৃত্ব প্রতিষ্ঠা ও নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা তুলে ধরেন ড. আবদুস সোবহান গোলাপ। দেশের বিভিন্ন দপ্তরে নারীদের সম্মানের কথা উল্লেখ করে আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী পুরুষ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট প্রদানের মাধ্যমে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এসএম হানিফ, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদার, পৌর আওয়ামী লীগ সভাপতি এ্যাড. আবুল বাশার, কালকিনি মহিলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এ্যাড. শারমীন জাহান, পৌর মহিলা আওয়ামী লীগ সভাপতি শিবলী, সাধারণ সম্পাদক ডলি রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান আঃ হাই, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি শাহাদাত সরদার, সাধারণ সম্পাদক কাদের প্যাদা, উপজেলা তাঁতী লীগের সভাপতি মনিরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক রেজাউল ফরাজী, পৌর তাঁতী লীগের সভাপতি জামাল হোসেন, সাধারণ সম্পাদক ফিরোজ বেপারী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন ফকিরসহ স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি