ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

উখিয়া দুর্বৃত্তের গুলিতে দুই রোহিঙ্গা নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৭, ২১ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন দুই রোহিঙ্গা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। 

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ঘটনাটি ঘটে। এদিকে বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।

নিহত দুই রোহিঙ্গার নামই রফিক। পুলিশ জানায়, দুপুরে বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এঘটনায় তিনজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

অপরজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপরজনের অবস্থাও আশঙ্কাজনক। 
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি