ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৮, ২৯ এপ্রিল ২০২৩

বগুড়া-নওগাঁ মহাসড়কে পিকআপ কাভার্ড ভ্যান মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

 শনিবার(২৯ শে এপ্রিল) দুপুরে বগুড়ার আদমদীঘির ইন্দইল ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহি আদমদীঘি আদমিয়া ফাজিল মাদরাসার সহকারি মৌলভি শিক্ষক মাও: জাহিদুর রহমান (৪৭) ও তার বাবা লোকমান আলী (৭২)। 

স্থানীয়রা জানায়, শনিবার সকালে আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির লক্ষীকোল গ্রামের আদমিয়া ফাজিল মাদরাসার সহকারি মৌলভি শিক্ষক মাও: জাহিদুর রহমান ও তার বাবা লোকমান আলী বাড়ি থেকে মোটরসাইকেল যোগে আদমদীঘি মাদরাসায় আসার আদমদীঘি ইন্দইল ব্রিজের পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী ঢাকা মেট্রো-ম-১১-৬৭৮৬ নম্বর স্টেডফাস্ট নামের কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল অরোহী পিতা-পুত্র ছিটকে পড়ে ঘটনাস্থলেই পিতা লোকমান আলী নিহত ও আদমদীঘি হাসপাতালে নেয়ার পর পুত্র শিক্ষক জাহিদুর রহমানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, ঘটনাস্থল থেকে কার্ভাড ভ্যানগাড়ী আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

এমএম/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি