ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বজ্রপাতে যমুনায় নিখোঁজ মাঝির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩০, ১১ মে ২০২৩ | আপডেট: ১১:৩৪, ১১ মে ২০২৩

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের চৌহালীতে বজ্রপাতের সময় যমুনায় পড়ে নিখোঁজ হওয়া মাঝি সাদ্দাম হোসেন (৩৪)র লাশ উদ্ধার করা হয়েছে। 

বুধবার সন্ধ্যায় তার লাশ উপজেলার হাটাইল যমুনা নদী হতে উদ্ধার করা হয়। সে হাটাইল গ্রামের আজাহার সিকদারের ছেলে। 

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, বুধবার বেলা ৩টায় মাঝি সাদ্দাম হোসেন তার ইঞ্জিনচালিত নৌকা নিয়ে উপজেলার ভূতের মোড় ঘাট হতে হাটাইল চরে নিজ বাড়িতে আসার পথে আকষ্মিক ঝড়ো হাওয়া ও বজ্রপাত ঘটে। তখন সে নৌকা থেকে নদীতে পড়ে যায়। 

এরপর আত্মীয় স্বজন, এলাকাবাসীর সহায়তায় পুলিশ নৌকা এবং জাল দিয়ে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি