ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

প্রতীক বরাদ্দ পেলেন সাকিব

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৯, ১৮ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। 

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে রিটানিং কর্মকর্তা আবু নাসের বেগ মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সাকিব আল হাসানের হাতে নৌকা প্রতীক তুলে দেন। 

এ সময় মাগুরা-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী বীরেণ শিকদার উপস্থিত ছিলেন। এছাড়া সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এছাড়া মাগুরা-১ আসনের জাতীয় পাটির প্রর্থী সিরাজুস সায়েফিন সাইফকে লাঙ্গল প্রতীক ও মাগুরা-২ আসন থেকে জাতীয় পাটির প্রার্থী মুরাদ হোসেনকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেয়া হয়। 

উল্লেখ্য, মাগুরা-১ আসনে সাকিবের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরও ৫ জন প্রর্থী। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি