ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

নাফিস খন্দকার ব্যাংক এশিয়ার নতুন পরিচালক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ৮ সেপ্টেম্বর ২০২১

নাফিস খন্দকার

নাফিস খন্দকার

Ekushey Television Ltd.

নাফিস খন্দকার সম্প্রতি ব্যাংক এশিয়ার পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি ব্যাংকটির একজন অন্যতম উদ্যোক্তা। তিনি বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং সিঙ্গাপুর মিলিয়ে ২০ বছরেরও অধিক সময় স্টান্ডার্ড চার্টাড ব্যাংক এবং ডয়চে ব্যাংকে কাজ করেন। সবশেষে তিনি ম্যানেজিং ডিরেক্টর, হেড অব ট্রানজেকশান ব্যাংকিং, আসিয়ান, কমার্শিয়াল ব্যাংকিং, হিসেবে দায়িত্ব পালন করেন। 

তিনি কর্পোরেট এবং ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউট কায়েন্ট কভারেজ, ট্রানজেকশান ব্যাংকিং এবং স্ট্র্যাটেজিক পার্টনারশিপে দক্ষতাসম্পন্ন। বর্তমানে তিনি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বিনিয়োগের জন্য একটি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠনের সাথে সম্পৃক্ত। তার রিটেইল, ডিস্ট্রিবিউশন, ফাইন্যান্স, মিডিয়া, তথ্য প্রযুক্তি এবং লজিস্টিক খাতের বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ রয়েছে এবং এই ব্যবসা সমূহে তিনি পর্ষদ সদস্য হিসাবে তত্ত্বাবধায়নে দায়িত্ব পালন করছেন। টেকসই উদ্যোগ এবং ক্ষুদ্র অলাভজনক প্রতিষ্ঠানের সাথে কাজের ব্যাপারে খন্দকারের বিশেষ আগ্রহ রয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি