ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

আবারও বাড়লো সব রকম মুরগির দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ১৭ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

সপ্তাহের ব্যাবধানে আবারও বাড়লো সব রকম মুরগির দাম। কেজিতে গড়ে বেড়েছে ৩০ টাকা। বেড়েছে সব রকম ভোজ্যতেল, ডাল ও চিনির দাম। বাজারে শীতের সবজী আসলেও বিক্রি হচ্ছে চড়া দামে।

ব্রয়লার কেজিতে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। সোনালী ৩০ টাকা বেড়ে ২৮০ টাকা আর দেশী মুরগী বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৪৮০ টাকা কেজি দরে।
 
গেলো সপ্তাহের চেয়ে কেজিতে ২০ টাকা বেড়েছে মোটা মসুর ডালের। বিক্রি হচ্ছে ৯০ টাকা দরে। এছাড়া দেশী মসুর ডালের দামও বেড়েছে। বেড়েছে চিনি ও ভোজ্য তেলের দামও। 

পটল, পেঁপে ছাড়া ৫০ টাকার নিচে কোন সবজি নেই। বেড়েছে বেগুনের দাম। দোকানিদের দাবি সরবরাহ কম তাই দাম বাড়তি। 

শীতের সবজি ফুলকপি, বাধা কপি, শীম, মূলা পাওয়া যাচ্ছে বাজরে। তবে দাম সাধারণের নাগালের বাইরে। 

কিছুটা বেড়েছে ছোট মাছের দামও। পাবদা বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়, বেলে ৫০০, পোয়া ৪৫০, সাগরের ঢেলা ৩০০, কাজলী ৬০০ আর কাকিলা বিক্রি হচ্ছে ৫০০ টাকা দরে। দাম বেড়েছে ইলিশেরও।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এমএম/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি