ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৪, ২৩ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

রোটারি গভর্নর (নির্বাচিত) ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব গত বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১-২২ বিতরণ করেছেন। রোটারি ক্লাব অব ঢাকা রয়্যাল এর আয়োজন করে। 

এতে বক্তব্য রাখেন রোটারির প্রাক্তন গভর্নর ড: মীর আনিসুজ্জামান, এম খায়রুল আলম, ক্লাবের চার্টার প্রেসিডেন্ট শিরিন আনিস বন, সালমা হোসেন, নওইন আহমেদ, বার্থা গিটি বারোই, পরিচালক, কর দ্য জুট ওয়ার্কস (কারিতাস) এবং নেতৃবৃন্দ। 

ঢাকা রয়েল রোটারির উদ্যেগে আয়োজিত এ অনুষ্ঠানে রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড লাভ করেন কারিতাসের আজিমা খাতুন, পুষ্পা দাশ ও স্মৃতি মান্ডা। অনুষ্ঠানে রোটারি গভর্ণর (নির্বাচিত) ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব আর্ত-মানবতার সেবায় রোটারিয়ানদের এগিয়ে আসার আহবান জানান।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি