ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫

স্তন ক্যান্সারের সচেতনতায় ব্যাংক এশিয়ার অনুষ্ঠান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ২৪ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

ব্যাংক এশিয়ায় কর্মরত মহিলা কর্মীদের জন্য ‘মিথ অফ ব্রেস্ট ক্যান্সার’ নামে স্তন ক্যান্সার এর উপর সচেতনতামূলক একটি ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছে ব্যাংক এশিয়া। স্তন ক্যান্সার সচেতনতা মাস ২০২১ উপলক্ষে ২৩ অক্টোবর, ২০২১ অনুষ্ঠিত ভার্চুয়াল এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক তানিয়া নুসরাত জামান। 

অনুষ্ঠানের রিসোর্স পারসন ছিলেন ভারতের বেঙ্গালুরুর সাইটেকেয়ার ক্যান্সার হাসপাতালের ডা. পুভামা সি.ইউ এবং ডা. রাঘাবেন্দ্রে বাবু। সাইটে কেয়ার হাসপাতাল এবং মেডিএইডার লিমিটেডের সহযোগিতায় আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে সাইটেকেয়ার হাসপাতালের সিইও সুরেশ রামু এবং মেডিএইডার লিমিটেডের চেয়ারম্যান শেখ শায়ের হাসান উপস্থিত ছিলেন।

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি