ঢাকা, বৃহস্পতিবার   ২১ আগস্ট ২০২৫

ঋণ পরিশোধে বিশেষ সুবিধা আর নয়: বাংলাদেশ ব্যাংক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৯, ২৮ ডিসেম্বর ২০২১

Ekushey Television Ltd.

ডিসেম্বরের শেষ কর্মদিবসের মধ্যে ঋণের ২৫ শতাংশ পরিশোধ করেই খেলাপি না থাকার সুযোগ ছিল। এই সুবিধার মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। এর ফলে ডিসেম্বরের পর ঋণ পরিশোধ না করলেই গ্রাহক খেলাপিতে পরিণত হবেন। কেন্দ্রীয় ব্যাংকে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) আয়োজিত ব্যাংকার্স সভায় এ সিদ্ধান্তের কথা জানান গভর্নর ফজলে কবির।

দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে ব্যাংকের ঋণ পরিশোধে যে বিশেষ সুবিধা দেয়া হয়েছিল তার মেয়াদ আর বাড়ছে না। দু’বছর পর এই সুবিধা উঠিয়ে নিল বাংলাদেশ ব্যাংক।

ডিসেম্বরের শেষ কর্মদিবসের মধ্যে ঋণের ২৫ শতাংশ পরিশোধ করেই খেলাপি না থাকার সুয়োগ ছিল। এই সুবিধার মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। বিশেষ এই সুবিধা তুলে নেয়ার ফলে ডিসেম্বরের পর ঋণ পরিশোধ না করলেই গ্রাহক খেলাপিতে পরিণত হবেন।

সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘করোনার কারণে ঋণ পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেয়া হয়। এর আওতায় চলতি বছরের শেষ কর্মদিবসের মধ্যে ঋণের ২৫ শতাংশ শোধ করলে গ্রাহক খেলাপি হবেন না। এ সুযোগ নিয়ে অনেকে ঋণ নিয়মিত করতে পারবেন। এরপর এ সুবিধা আর বাড়বে না।’

সম্প্রতি ব্যাংকের ঋণ শ্রেণীকরণ সুবিধা আরও ছয় মাস অর্থাৎ ২০২২ সালে জুন পর্যন্ত বাড়াতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। চিঠিতে যত দ্রুত সম্ভব ঋণ শ্রেণীকরণ সুবিধার মেয়াদ বৃদ্ধিসংক্রান্ত ঘোষণা দেয়ারও আহ্বান জানায় সংগঠনটি।

সিরাজুল ইসলাম আরও বলেন, করোনাকালীন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ পরিশোধের ক্ষেত্রেও বিশেষ সুবিধার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঋণের মাত্র ১৫ শতাংশ শোধ করলেই তারা খেলাপি হবেন না। বিশেষ সুবিধা হিসেবে এ ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে দেড় শতাংশ নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ করলেই চলবে। অন্যান্য ঋণের ক্ষেত্রে তা ২ শতাংশ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি