ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

রোজায় খাজানার বিশেষ ইফতার আইটেম ‘জাফরান জিলাপি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ২২ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

প্রতিবছরের মতো এবারও রোজায় মুখরোচক নানা ইফতার সামগ্রী নিয়ে আসছে খাজানা মিঠাই। 

বিশেষ করে রমজান মাস জুড়ে ইফতারে প্রতিদিনই প্রতিষ্ঠানটির সব শোরুমে পাওয়া যাবে স্পেশাল জাফরান জিলাপি ও গাজরের পায়েস। 

এছাড়া গুলশানে আয়োজিত হচ্ছে ঐতিহ্যবাহী খাজানা ইফতার বাজার, যেখানে থাকবে খাজানার জনপ্রিয় সব খাবারের সমাহার।

ক্রেতারা যেকোনো পরিমাণে খাজানার খাবার কিনতে পারবেন, পাশাপাশি যেকোনো ছোট-বড় কর্পোরেট আয়োজনের জন্যও অর্ডার করতে পারবেন। আর পণ্যের দাম পরিশোধ করা যাবে ক্যাশ, কার্ড, মোবাইল পেমেন্ট যেকোনো মাধ্যমে। 

এছাড়াও রয়েছে বিভিন্ন অনলাইন পার্টানারদের মাধ্যমে অনলাইনে খাবার অর্ডার করার সুব্যবস্থা। সহযোগী পার্টনার হিসেবে থাকবে উল্লেখযোগ্য কিছু ব্যাংক, মোবাইল পেমেন্ট পার্টনার ও বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান। পুরো রমজান মাস জুড়ে চলবে এই ইফতার আয়োজন।

এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশে মিষ্টির বাজারে বিখ্যাত একটি নাম খাজানা মিঠাই। বিশেষভাবে জিলাপি, মতিচুর লাড্ডু, মিহিদানা রাবড়ি, কাজু বরফি, গুলাব জামুন, গাজরের পায়েস, লাচ্ছা সেমাই, শন পাপড়ি ও রসমালাইয়ের জন্য খাজানা মিঠাই খুবই জনপ্রিয়। 

বর্তমানে ঢাকার গুলশান ১, গুলশান ২, বনানী ১১, উত্তরা এবং ধানমন্ডিতে খাজানা মিঠাইয়ের ৫টি শোরুম রয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি