ঢাকা, মঙ্গলবার   ১৪ অক্টোবর ২০২৫

এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৭, ১২ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

“সাহস সমৃদ্ধির” –এই স্লোগানে অনুষ্ঠিত হলো এ-ওয়ান পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড এর ডিলার সম্মেলন-২০২৫। ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB) তে অনুষ্ঠিত এই ডিলার সম্মেলনে সমগ্র বাংলাদেশের প্রায় ৭০০ ডিলার উপস্থিত ছিলেন। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর সম্মানিত চেয়ারম্যান জনাব মানোয়ার হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব ওয়াইজ আর. হোসেন। 

এছাড়াও উপস্থিত ছিলেন বিল্ডিং ম্যাটেরিয়ালস ডিভিশন এর সি এম ও জনাব মোহাম্মদ আতিক আকবর, সি এফ ও জনাব বাবলা বসু, লজিস্টিক ডিরেক্টর জনাব মোঃ মফিদুল হক, সিনিয়র জি এম বিজনেস জনাব মোঃ আব্দুর রাজ্জাক, মার্কেটিং বিভাগের এ.জি.এম. জনাব মোঃ ফাহিম হোসেন, জি. এম. একাউন্টস এন্ড ফিন্যান্স জনাব মোঃ আফতাব আলম খান এবং হেড অফ বিজনেস অপারেশন এন্ড ডেভেলপমেন্ট জনাব খন্দকার শফিকুল ইসলাম উল্লাস।

উক্ত অনুষ্ঠানে এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং এর সেরা ডিলারদের পুরস্কার প্রদান করা হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি