ঢাকা, বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫

একদিনের ব্যবধানে স্বর্ণের ভরিতে বাড়লো ৪২০০ টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ২৪ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্বর্ণের প্রতি ভরিতে সর্বোচ্চ চার হাজার ২০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের স্বর্ণের ভরি দুই লাখ ২৬ হাজার টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম।

নতুন এই দাম আজ বুধবার (২৪ ডিসেম্বর) থেকে কার্যকর। মঙ্গলবার রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি স্বর্ণের দাম (পিওর গোল্ড) বাড়ায় দাম সমন্বয় করা হয়েছে।
তবে মূল কারণ হচ্ছে, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়িয়েছে ৪ হাজার ৪৫০ ডলার।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৬ হাজার ২৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৬ হাজার ১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৪ হাজার ৩১৫ টাকা।

এর আগে গত সোমবার দেশের বাজারে প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৯৬৬ টাকা পর্যন্ত বাড়িয়ে বিজ্ঞপ্তি দেয় বাজুস। ওই সময় প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ২২ হাজার টাকা ছাড়িয়ে যায়। এর একদিন পর মঙ্গলবার প্রতি ভরিতে চার হাজার ২০০ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে সংগঠনটি।

এদিকে, স্বর্ণের দামের সঙ্গে রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৮৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি