ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

শিশুর বিকাশ বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষন শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ৩১ অক্টোবর ২০১৭ | আপডেট: ২০:০৪, ৩১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় এর উদ্যোগে পোশাক শিল্পের জন্য গৃহীত প্রকল্প ‘গর্ভ হতে ৫ বছর বয়সী শিশুর বিকাশে জীবন দক্ষতা প্রশিক্ষন কর্মসুচীর’ অধীনে রিফ্রেশার প্রশিক্ষন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বিজিএমই ভবনের অ্যাপারেল ক্লাবে প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নাছিমা বেগম, এনডিসি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সচিব একেএম ফজলুর রহমান, কর্মসূচী পরিচালক রায়না আহমদসহ বিজিএমইএ’র সদস্যভূক্ত ২৫টি পোশাক প্রতিষ্ঠানের ২৫ জন প্রশিক্ষক।

প্রসঙ্গত, ‘গর্ভ হতে ৫ বছর পর্যন্ত শিশুর বিকাশে জীবন দক্ষতা প্রশিক্ষন কর্মসূচী’ এর বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে বেসরকারী প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশন। কর্মসূচীর উদ্দেশ্য হচ্ছে শূন্য থেকে ৫ বয়সী শিশুদের ভাষার ব্যবহার বৃদ্ধি, বুদ্ধিমত্তার বিকাশ, ছোট ছোট সিদ্ধান্ত গ্রহনের মাধ্যমে শিশুর আত্মবিশ্বাস বৃদ্ধি, শিশুদের ব্রেইন ও নার্ভের বিকাশের জন্য করনীয় কিছু সহজ উপায় সম্বন্ধে পোশাক শিল্পে কর্মরত মায়েদেরকে শিক্ষা দান করা।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি