ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

ভৈরবে ভিশন এম্পোরিয়ামের শোরুম উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ৩১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

আরএফএল গ্রুপের নিজস্ব ইলেকট্রনিক্স পণ্যের রিটেইল চেইন শপ ভিশন এম্পোরিয়াম ভৈরবে একটি আউটলেট চালু করেছে এখানে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনসেহ যাবতীয় হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী পাওয়া যাবে

সম্প্রতি ভৈরবের কামালপুর বাসস্টান্ডে আউটলেটটি উদ্বোধন করেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। এসময় উপস্থিত ছিলেন ভিশন এম্পোরিয়ামের চীফ ইনচার্জ রাহাত জাহান শামীম ও অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার মাহমুদুল হাসানসহ প্রতিষ্ঠানটির উধ্বর্তন কর্মকর্তারা।

অনুষ্ঠানে আর এন পাল বলেন, মানসম্মত পণ্য ও সেবার মাধ্যমে ক্রেতাদের চাহিদা পূরণ করতে এই আউটলেটটি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল স্থানে ‘ভিশন এম্পোরিয়াম’ এর শোরুম চালু করা হবে। তিনি বলেন, বর্তমান রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভিশন এম্পোরিয়ামের ৯৯ টি আউটলেট রয়েছে।

 

আর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি