ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

‘বাণিজ্য বিবাদ থেকে কেউ-ই লাভবান হবেন না’   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৩, ২৩ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বর্তমান সময়ে বাণিজ্য বিবাদ থেকে কেউ-ই লাভবান হবেন না বলে মন্তব্য করেছেন আইসিসি বাংলাদেশ প্রেসিডেন্ট এবং ইএসবিএন প্রেসিডেন্ট মাহবুবুর রহমান। চায়নার হংকং-এ সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরাম ২০১৮ এর স্বাগত ভাষনে তিনি এ কথা বলেন।   

বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি, সমৃদ্ধি এবং কর্মসংস্থানের মূল চালিকাশক্তি হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি। নতুন যে কোনো ধরনের শুল্ক আরোপ যা কিনা পণ্যের মূল্যকে বাড়াবে এবং ভোক্তার রুচিকে সীমিত করবে তা কোনভাবেই কাম্য হতে পারেনা।  

আইসিসি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন এবং এর বাণিজ্য অংশীদারদের ষ্টীল এবং এলুমিনিয়ামের বাজারে দীর্ঘদিনের যে ইস্যু রয়েছে তা নিষ্পত্তির জন্য বিকল্প পথ খুঁজতে উৎসাহিত করেন। সাম্প্রতিক বছরগুলোতে এ খাতগুলোতে বাণিজ্য বিকৃত করার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে । বহুপাক্ষিক আলাপ আলোচনার মাধ্যমে এগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে, উল্লেখ করেন মাহবুবুর রহমান। (বিজ্ঞপ্তি)

 এমএইচ/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি