ঢাকা, সোমবার   ১৮ আগস্ট ২০২৫

অ্যাক্রেডিটেশন সনদ পেল ১৬ প্রতিষ্ঠান   

প্রকাশিত : ২২:২৫, ১ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ২২:৩০, ১ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

দেশীয় ও বহুজাতিক ১৬টি টেস্টিং ল্যাবরেটরি ও ইন্সপেকশন প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) সনদ পেল। টেস্টিং ও ইন্সপেকশনের ক্ষেত্রে বিশ্বমান অনুসরণ করায় এসব প্রতিষ্ঠানকে অ্যাক্রেডিটেশন সনদ দেওয়া হয়েছে।      

গতকাল প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সনদ তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ উপলক্ষে বিএবি শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএবির মহাপরিচালক মো. মনোয়ারুল ইসলাম বক্তব্য দেন।

অ্যাক্রেডিটেশন সনদপ্রাপ্ত দেশি ও বিদেশি ল্যাবরেটরি ও ইন্সপেকশন প্রতিষ্ঠানগুলো হলো মেগা প্রজেক্ট, পদ্মা বহুমুখী সেতু ও হাইওয়ে নির্মাণসামগ্রীর মান নিয়ন্ত্রণকারী বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন বিডি টেস্টিং ল্যাবরেটরি, বাংলাদেশ রিসার্চ অ্যান্ড টেস্টিং ল্যাবরেটরি ও বাংলাদেশ ম্যাটারিয়াল টেস্টিং ল্যাবরেটরি, বিমান বাংলাদেশের নিজস্ব যন্ত্রপাতি ক্যালিব্রেশন ল্যাবরেটরি, বিএসটিআইয়ের ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরি, ল্যাবএইডের প্যাথলজি ল্যাবরেটরি, প্রাণ বেভারেজ ল্যাবরেটরি, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের নাসডাট ইউটিএস, গার্মেন্টস টেস্টিং ল্যাবরেটরি তাহা জিয়িম ঔষধ প্রশাসন অধিদপ্তরের ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি, ইউনাইটেড হসপিটালের প্যাথলজি ল্যাবরেটরি, এসজিএস বাংলাদেশ লিমিটেডের ক্যালিব্রেশন ল্যাবরেটরি, পরিদর্শন সংস্থার ব্যুরো ভেরিতাস কনজ্যুমার প্রডাক্ট সার্ভিসেস (বাংলাদেশ), পরিদর্শন সংস্থার আইটিএস বাংলাদেশ, মৎস্য অধিদপ্তরের ফিস ইন্সপেকশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল (এফআইকিউসি) ঢাকা ল্যাবরেটরি ও এনালাইটিকেল কেমিস্ট্রি ল্যাবরেটরি।

এসি

   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি