ঢাকা, সোমবার   ০৪ আগস্ট ২০২৫

দেশে ঋণ খেলাপি ২ লাখ ৬৬ হাজার: মুস্তফা কামাল

প্রকাশিত : ২২:৪৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে বর্তমানে ঋণ খেলাপির সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ১১৮টি।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের শীর্ষস্থানীয় ২০ জন ঋণ খেলাপির মধ্যে রয়েছে, কোয়ানটাম পাওয়ার সিস্টেম লিঃ, সামান্নাজ সুপার অয়েল লিঃ, বি আর স্পিনিং মিলস লিঃ, স্বপরূপ স্পিনিং লিঃ, রিমেক্স ফুটওয়্যার লিঃ, রাইজিং স্টিল লিঃ, কম্পিউটার সোর্স লিঃ, বেনটেক্স ইন্ডাস্ট্রিজ লিঃ, ম্যাক্স স্পিনিং মিলস, এস এ অয়েল রিফাইনারি লিঃ, রুবাইয়া ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিঃ, আনোয়ারা স্পিনিং মিলস, ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস লিঃ, স্বপরফ রোটর স্পিনিং লিঃ, ইয়াসির এন্টারপ্রাইজ, চৌধুরী নিটওয়্যারস লিঃ, সিদ্দিক ট্রেডার্স, রূপালি কম্পজিট লেদারওয়্যার লিঃ, আলপা কম্পজিট টাওয়েলস লিঃ এবং এম এম ভেজিটেবল অয়েল প্রোডাক্টস লিমিটেড।

অর্থমন্ত্রী বলেন, হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় এ তালিকায় কিছুসংখ্যাক ঋণ খেলাপি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি