ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫

শাহজালালে ১২ কেজি স্বর্ণ জব্দ

প্রকাশিত : ১৭:১১, ১১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোয়া ৬ কোটি টাকা মূল্যের (১২ কেজি ৪০ গ্রাম) একটি স্বর্ণের চালান জব্দ করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) সকাল ৯টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-১২৮) থেকে স্বর্ণের চালানটি জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।

সিলেট কাস্টমসের সহকারী কমিশনার মো. জাকারিয়া বলেন, প্লেনটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে প্লেনের টয়লেট থেকে স্বর্ণের চালানটি জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৬ কোটি ২৫ লাখ টাকা হবে।

এ ঘটনায় কাউকে আটক করা না হলেও বিজি-১২৮ প্লেনটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিম্মায় দেওয়া হয়েছে বলেও জানান মো. জাকারিয়া।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি