ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

বেস্ট প্যাভিলিয়ন অ্যাওয়ার্ড জয় করলো ইয়ামাহা

প্রকাশিত : ১৯:০৩, ২৪ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

এসিআই মটরস হল এসিআই লিমিটেডের সাবসিডিয়ারি এবং বাংলাদেশে ইয়ামাহার একমাত্র টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। বর্তমানে দেশব্যাপী রয়েছে এর শক্তিশালী থ্রিএস ডিলার নেটওয়ার্ক। ১৪ থেকে ১৬ মার্চ, ২০১৯ আইসিসিবি-তে অনুষ্ঠিত হয়ে গেল ৫ম ঢাকা বাইক শো ২০১৯ যেখানে চোখ ধাঁধানো আয়োজন নিয়ে হাজির হয়েছিল এসিআই মটরস- ইয়ামাহা।

ডিসপ্লে এবং অ্যাক্টিভিটি দুইভাগে সাজানো নানা আয়োজনেই প্রথমবারের মতো ইয়ামাহার আপকামিং নতুন মডেলের টাচ এন্ড ফিল এক্সপেরিয়েন্স নিতে পেরেছেন বাইকার এবং ক্রেতারা। পাশাপাশি ইয়ামাহা রাইডিং একাডেমির এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে স্পেশাল স্কিলড রাইডিং ট্রেনি যা জাপান থেকে আগত ট্রেইনার দ্বারা পরিচালিত হয়েছে। স্পোর্টস, টুরিং, অফ রোড, স্টাইল ও পাওয়ার এবং স্কুটার এইপাঁচটি ডিফারেন্ট সেগমেন্ট এর বাইক নিয়ে সাজানো এই আয়োজন নজর কেড়েছে সকল বাইকপ্রেমিরই।

শেষদিনে বাইক বিডি ও সেমস গ্লোবাল আয়োজিত বাইক শো অ্যাওয়ার্ড সার্ভে-তে কাস্টমার ভোটিং এ বেস্ট প্যাভিলিয়নের অ্যাওয়ার্ড জিতে নেয় ইয়ামাহা প্যাভিলিয়ন। গ্রাফিক্স ওয়ার্ক, নতুন মডেলের বাইক প্রদর্শনী এবং আথিতিয়তা সব মিলেই ইয়ামাহার প্যাভিলিয়ন ছাড়িয়ে গিয়েছে অন্যদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি