ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

ড.কাজী খলীকুজ্জমানকে পিকেএসএফ এর সংবর্ধনা

প্রকাশিত : ১৭:৪৬, ২৭ মার্চ ২০১৯

সমাজসেবায় নিরবচ্ছিন্ন দায়বদ্ধতা ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন (পিকেএসএস)-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদকে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার ২০১৯’-এ ভূষিত করেছে।

এই সম্মানজনক স্বীকৃতিকে স্মরণীয় করে রাখার লক্ষে পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশনের উদ্যোগে বুধবার (২৭ মার্চ) পিকেএসএফ ভবন আগারগাঁওয়ে ড. কাজী খলীকুজ্জমান আহমদকে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

পিকেএসএফ ও এর সহযোগী সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ড. কাজী খলীকুজ্জমান আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে ড. আহমদ-এর পরিবারবর্গ এবং পিকেএসএফ পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেআই/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি