ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ব্যাংক এশিয়ায় ওরিয়েন্টেশন কোর্স শুরু

প্রকাশিত : ১৫:৫৬, ১৭ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

ব্যাংক এশিয়া’র প্রবেশনারী অফিসার ও এক্সপোর্ট ফাইন্যান্স ডিভিশনের অফিসার’দের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (সিসি) মোহাম্মদ বোরহানউদ্দিন।

গতকাল রাজধানী ঢাকার লালমাটিয়াস্থ ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট (বিএআইটিডি) এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান কে এস নাজমুল হাসান, ইসলামিক ব্যাংকিং ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. মীজানুর রহমান, ট্রেনিং ইনস্টিটিউট এর প্রধান মো.আজহারুল ইসলাম, লালমাটিয়া শাখার প্রধান কৃষ্ণা সাহা এবং বিএআইটিডি-এর এভিপি সুজিত কুমার সেন।  (সংবাদ বিজ্ঞপ্তি)।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি