ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

এফএসআইবিএল নববর্ষ কাপ গলফ্ টুর্নামেন্টের পুরস্কার বিতরণি

প্রকাশিত : ২৩:১০, ২১ এপ্রিল ২০১৯ | আপডেট: ২১:১৩, ২২ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ‘১ম এফএসআইবিএল নববর্ষ কাপ গলফ্ টুর্নামেন্ট ২০১৯’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়েছে।

রোববার শাহীন গলফ্ এন্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গা, চট্টগ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এবং বিশেষ অতিথি হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকের এয়ার অফিসার কমান্ডিং ও শাহীন গলফ্ এন্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গার প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ মফিদুর রহমান, বিএসপি, বিইউপি, এনডিইউ, পিএসসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মো. হাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি