ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

ব্র্যাক ব্যাংক ও এনার্জিপ্যাক ফ্যাশনসের মধ্যে চুক্তি

প্রকাশিত : ২০:৫৬, ৭ মে ২০১৯

Ekushey Television Ltd.

ব্র্যাক ব্যাংক লিমিটেড ও এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড একটি এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে।এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড বাংলাদেশের একটি শীর্ষ ও আধুনিক প্রযুক্তি নির্ভর আরএমজি কোম্পানি| ব্র্যাক ব্যাংক বৃহত্তম কর্পোরেট ক্লায়েন্টদের মধ্যে অন্যতম।

এ চুক্তির আওতায়, এনার্জিপ্যাকের প্রধান কার্যালয়ের কর্মীরা ব্র্যাক ব্যাংকের এক্সক্লুসিভ এমপ্লয়ি ব্যাংকিং সেবা উপভোগ করবে।

এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের ডিরেক্টর ও সিইও হুমায়ূন রশিদ এবং ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম আর. এফ. হোসেন এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত (৬ মে) ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংক রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম, কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রিফাত উল্লাহ খান এমপ্লয়ি ব্যাংকিং বিভাগের প্রধান খন্দকার এমদাদুল হকসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি