ঢাকা, শুক্রবার   ১০ মে ২০২৪

রবির সঙ্গে কর্পোরেট চুক্তি করল স্নোটেক্স

প্রকাশিত : ২৩:৪২, ১১ জুন ২০১৯

দেশের অন্যতম বৃহৎ রপ্তানিভিত্তিক ওভেন গার্মেন্টস উৎপাদনকারী প্রতিষ্ঠান স্নোটেক্স গ্রুপ রবির কর্পোরেট সল্যুশন সেবা গ্রহণ করেছে।

সম্প্রতি মিরপুর ডিওএইচএসয়ে স্নোটেক্স গ্রুপের কার্যালয়ে কোম্পানিটির ম্যানেজিং ডিরেক্টর এস. এম. খালেদ এবং রবির চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ কর্পোরেট চুক্তি সাক্ষর করেন।

এর আওতায় স্নোটেক্স গ্রুপ, রবির কর্পোরেট সংযোগ, বিভিন্ন এন্টারপ্রাইজ সল্যুশন, বিশেষ কল রেট, বিশেষ ডেটা বান্ডেল প্যাকসহ বিভিন্ন ভ্যালু অ্যডেড সার্ভিস উপভোগ করতে পারবে।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্নোটেক্সের ডিরেক্টর গ্রুপ অপারেশন মোশাররফ হোসেন, ডিরেক্টর প্রোকিউরমেন্ট অ্যান্ড অ্যাডমিন মাশরুর হুসেইন এবং এইচ আরের অ্যাসিস্টেন্ট ম্যানেজার মো: তাসিবুল আলম তাসিব,রবির এন্টারপ্রাইজ বিজনেস ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট ফাহমিদুল হাসান, জেনারেল ম্যানেজার নাফিজ আহমেদ সাঈদ এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার রিদওয়ান ইফাজ ভূঁইয়া।

এনএম


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি