ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

এক্সিম ব্যাংকের `বামেলকো সম্মেলন-২০১৯` অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪০, ২১ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

মানি লন্ডারিং প্রতিরোধ, সন্ত্রাসে অর্থায়ন ও বাণিজ্য ভিত্তিক মানি লন্ডারিং শিরোনামে এক্সিম ব্যাংকের বার্ষিক 'বামেলকো সম্মেলন-২০১৯' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং বিএফআইইউ-এর অপারেশনাল হেড ও বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন চৌধুরী। 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোহা. রাজী হাসান মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে এক্সিম ব্যাংকের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে বলেন, সকলকে নিজ নিজ অবস্থান থেকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে সজাগ ও সচেতন থাকতে হবে। 

তিনি বলেন, বাংলাদেশ এখন মানি লন্ডারিং-এ আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে। সুতরাং দেশের মধ্যে যাতে মানি লন্ডারিং-এর কোন ঘটনা না ঘটে সেদিকে সবাইকে তৎপর থাকতে হবে।তিনি সকলকে মানি লন্ডারিং এর নির্দেশনা মেনে ব্যাংকিং করার পরামর্শ দেন এবং সকল প্রকার রিস্ক থেকে মুক্ত হয়ে এ ক্ষেত্রে বাংলাদেশের অর্জনকে সুসংহত করার আহ্বান জানান । 

বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, সরকার ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রেরণের জন্য ২% প্রণোদনা দিয়েছে। এর ফলে হুন্ডির মাধ্যমে অর্থ পাচার হ্রাস পাবে এবং মানি লন্ডারিং হওয়ার সুযোগও কমে যাবে। 

এ সময় তিনি সন্ত্রাসীরা যাতে আর্থিকভাবে শক্তিশালী হতে না পারে সেদিকে খেয়াল রাখার জন্য সকল বামেলকোদের পরামর্শ দেন এবং মানি লন্ডারিং এর সকল নির্দেশনা পরিপালন করে সবাইকে একাউন্ট খোলার আহ্বান জানান। 

তিনি মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকের গৃহিত বিভিন্ন পদক্ষেপ ও এ বিষয়ে এক্সিম ব্যাংকের জিরো টলারেন্স নীতিও তুলে ধরেন। 

এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো মো.ফিরোজ হোসেনের সভাপতিত্বে এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক সৈয়দ কামরুল ইসলাম, উপপরিচালক মো. রোকনুজ্জামান, এক্সিম ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. হুমায়ূন কবীর, শাহ্ মো. আব্দুল বারী, শেখ বশিরুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণসহ শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাবৃন্দ।

এনএস/কেআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি