ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

নতুন ঠিকানায় এক্সিম ব্যাংকের কারওয়ান বাজার শাখার উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ২৩ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

গ্রাহকবৃন্দকে আরও উন্নত, আধুনিক ও সুবিশাল পরিসরে সেবা প্রদানের লক্ষ্যে নতুন ঠিকানায়(এএইচএন টাওয়ার ১৩, ১৫ বীর উত্তম সি আর দত্ত রোড,বাংলামটর, ঢাকা-১০০০)এক্সিম ব্যাংকের কারওয়ান বাজার শাখার উদ্বোধন করা হয়েছে। গত রোববার (জুলাই ২১) নতুন এ শাখার যাত্রা শুরু হয়। 

প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া নতুন ঠিকানায় এই শাখার উদ্বোধন করেন ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফিরোজ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, শাহ্ মোহাম্মদ আব্দুল বারীসহ প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, এক্সিম ব্যাংক সবসময়ই তার গ্রাহকদের প্রয়োজনকে সর্বাপেক্ষা অগ্রাধিকার দিয়ে থাকে এবং তাদের পরামর্শকে গুরুত্বের সাথে বিবেচনা করে।

তিনি এক্সিম ব্যাংকের সাথে আরো নিবিড়ভাবে লেনদেন করার জন্য স্থানীয় ব্যবসায়ী এবং তরুণ উদ্যোক্তাদের প্রতি আহ্বান জনান। 

আই/কেআই


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি