ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

বাংলালিংক ও স্যামসাংয়ের গ্রাহকদের জন্য যৌথ উদ্যোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৪, ২৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

বাংলালিংক ও স্যামসাংয়ের গ্রাহকদের সব ধরনের স্মার্টফোনের সঙ্গে প্রয়োজনীয় টেলিকম সেবা ও ডাটা অফারে প্রদানের লক্ষ্যে যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাংলালিংকের সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন পরিচালক জুবায়েদ উল ইসলাম রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের একটি স্যামসাং স্টোরে বিশেষ এই সুবিধাগুলোর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের হেড অফ ডিভাইস অ্যান্ড মনোব্র্যান্ড শাহরিয়ার আহমেদ রেমন প্রমুখ।

স্যামসাং স্টোরে বাংলালিংকের প্রশিক্ষণ প্রাপ্ত প্রতিনিধিরা গ্রাহকদের কাছে সিম বিক্রি, এয়ারটাইম রিচার্জ ও সিম বদলের মতো প্রয়োজনীয় টেলিকম সেবা প্রদান করবেন। এছাড়া যেকোনও স্যামসাং হ্যান্ডসেটের ক্রেতা পাবেন বাংলালিংকের সংযোগসহ শর্ত সাপেক্ষে ২৪ থকে ৩৩ জিবি ফ্রি ইন্টারনেট ডাটা। প্রাথমিকভাবে ৫১টি স্যামসাং স্টোরে পাওয়া যাবে এসব সুবিধা।

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি