ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

ব্যাংকের নিজস্ব উৎস থেকে রফতানি বিল পরিশোধের সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ২১ জুন ২০২০

Ekushey Television Ltd.

বৈদেশিক মুদ্রার লেনদেনকারী অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো নিজস্ব তহবিল থেকে রফতানি বিল পরিশোধ করতে পারবে। এতদিন শুধুমাত্র অফশোর ব্যাংকিং ইউনিট থেকে এই বিল পরিশোধের সুযোগ ছিল।

অফশোর ব্যাংকিংয়ের নিয়মনীতির কারণে রফতানি বিল পরিশোধে সমস্যা হচ্ছিল। তাই রফতানি খাতকে উদ্বুদ্ধ করতে কেন্দ্রীয় ব্যাংক এই সুবিধা দিল। রোববার (২১ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে প্রকাশিত এক সার্কুলারের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সার্কুলারের বলা হয়, এখন থেকে এডি ব্যাংকগুলো নিজস্ব উৎস থেকে রফতানি বিল পরিশোধ করতে পারবে। কিন্তু অফশোর ব্যাংকিংয়ের তহবিল ছাড়া অন্য উৎস থেকে এই বিল পরিশোধের কোনো অনুমতি ছিল না এতদিন। এই বিল পরিশোধের বাইরের খাতে টাকা ব্যায় না করারও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি