ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৫৫ লক্ষ টাকার জীবনবীমার চেক নিল ইসলামী ব্যাংক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৬, ১০ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা ১০ সেপ্টেম্বর ২০২০ ইসলামী ব্যাংক টাওয়ারে গ্রুপ বীমার আওতায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোরশেদ আলম সিদ্দিকীর নিকট থেকে ৫৫ লাখ টাকার চেক গ্রহণ করেন।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মোশাররফ হোসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুঁইয়া ও ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিজিএম মো. নূর নবী (মানিক) সহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংকে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী ৭ জন কর্মকর্তা-কর্মচারীর পরিবারের নিকট জীবনবীমা দাবির এ টাকা প্রদান করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি