ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আল-হারামাইন ব্রান্ডের পারফিউম পাওয়া যাবে ইভ্যালিতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ১১ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বিখ্যাত পারফিউম ব্রান্ড আল-হারামাইন পারফিউম পাওয়া যাবে দেশীয় ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালিতে। এর ফলে আল-হারামাইনের সকল প্রকার সুগন্ধি ইভ্যালি থেকে অনলাইনেই কিনতে পারবেন গ্রাহকেরা। 

শুক্রবার(১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে ইভ্যালি। এ লক্ষ্যে সম্প্রতি রাজধানির ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালি
কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

ইভ্যালির কমার্সিয়াল শাখার প্রধান সাজ্জাদ আলম এবং আল হারামাইনের নির্বাহী পরিচালক সৈয়দ সাব্বির আহমেদ চুক্তিপত্রে নিজ নিজ
প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

পারফিউম ব্রান্ড আল-হারামাইনের সুবর্ণজয়ন্তীকে আলোকিত করে ইভ্যালি প্রতিষ্ঠার দুই বছরের প্রাক্কালে একসাথে যুক্ত হলো দুই প্রতিষ্ঠান।
বিজ্ঞপতিতে বলা হয়, আল-হারামাইনের পারফিউম ৫০ শতাংশ ছাড়ে ক্রয় করতে পারবে গ্রহকেরা। এছাড়াও ইভ্যালি থেকে গিফট কার্ড ক্রয়ের মাধ্যমে আল-হারামাইনের শোরুম থেকেও সরাসরি পারফিউম কিনতে পারবেন গ্রাহকেরা। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইভ্যালির কমার্শিয়াল শাখার ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, সিনিয়র ব্রান্ড ম্যানেজার আবু তাহের সাদ্দাম, ব্যবসায়
উন্নয়ন শাখার ব্যবস্থাপক নাজিয়া বিনতে নাজিম, কি একাউন্ট ম্যানেজার মরিয়ম আক্তর এবং আল-হারামাইন এর সিনিয়র এক্সিকিউটিভ
তানজিম আহমেদ ও এক্সিকিউটিভ আরাফাত ইসলাম উপস্থিত ছিলেন।
কে আই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি