ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

আইসিএমএবি’র কস্ট অডিটিং কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ২৫ জানুয়ারি ২০২১

কস্ট অডিট বিষয়ে এক বিশেষ সিরিজ কর্মশালার আয়োজন করেছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। ২৪ জানুয়ারি ২০২১ রবিবার আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটরিয়াম, নীলক্ষেত, ঢাকায় আয়োজিত এই কর্মশালায় ‘কস্ট অডিট ইন গার্মেন্টস সেক্টর’ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চেম্বার অব ইন্ড্রাস্ট্রিজের (বিসিআই) প্রেসিডেন্ট এবং বিজিএমইএ এর সাবেক প্রেসিডেন্ট আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাফা প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন। আইসিএমএবি প্রেসিডেন্ট মোঃ জসিম উদ্দিন আকন্দ এর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের কস্ট অডিট বিশেষজ্ঞ সিএমএ পি রাজু আইয়ার।

আইসিএমএবি কস্ট অডিট অ্যান্ড প্রফেশনাল কনসালটেন্সি সেল কমিটির চেয়ারম্যান এএসএম শায়খুল ইসলাম ও ভাইস প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আইসিএমএবির ট্রেজারার মোঃ আলী হায়দার চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি