ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪

এসআইবিএল থেকে নগদে ফান্ড ট্রান্সফার চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ২৮ মার্চ ২০২১

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)- এর ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল অ্যাপের (SIBL NOW) মাধ্যমে নগদ- এর গ্রাহক অ্যাকাউন্টে এখন টাকা পাঠানো যাচ্ছে মুহূর্তেই। 

আজ রোববার ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী এসআইবিএল থেকে নগদ অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন নগদ- এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ ও চীফ অপারেটিং অফিসার আশিষ চক্রবর্তী। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোঃ সিরাজুল হক, মোঃ সামছুল হক এবং মুহাম্মদ ফোরকানুল্লাহ, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, আইসিটি ডিভিশনের প্রধান মোঃ সুলতান বাদশা, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি