ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

সোমবার থেকে শেয়ারবাজারে লেনদেন ১টা পর্যন্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২১, ৩০ জুন ২০২১

ব্যাংক লেনদেনের সঙ্গে সমন্বয় করে শেয়ারবাজারের লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে। আগামী সোমবার থেকে এই সময়সূচি কার্যকর হবে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ব্যাংক হলিডের কারণে আগামীকাল বৃহস্পতিবার শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। আর বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী রোববার ব্যাংক বন্ধ থাকবে। এ কারণে রোববার শেয়ারবাজারে লেনদেন হবে না।

তিনি আরও বলেন, আগামী সোমবার থেকে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে। এই লেনদেনে বর্তমান নিয়ম অনুযায়ী ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি