ঢাকা, বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪

গ্রীন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৯, ২৮ মার্চ ২০২২

অনার্স ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের “স্টুডেন্ট সাপোর্ট লোন” প্রদানের লক্ষ্যে গ্রীন বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া। 

গ্রীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানির উপস্থিতিতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা ও  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো. সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

গ্রীন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক, ট্রেজারার অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, পরিচালক (ফিন্যান্স এন্ড একাউন্টস্) মো. আশরাফুল আনোয়ার এবং ব্যাংকের হেড অব কনজ্যুমার ফাইন্যান্স ফিরদাউস বিন জামান ও অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল এর প্রধান মো. মনিরুজ্জামান খানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

প্রথমবারের মতো ব্যাংক এশিয়া দেশে কিংবা বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা খাতে সহজ শর্তে অর্থের যোগান নিশ্চিতে ‘স্টুডেন্টস্ সাপোর্ট লোন’ (এসএসএল) চালু করে।
কেআই//  
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি